নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী বিধি ও সর্বশেষ এমপিও নীতিমালা, জনবল কাঠামো (স্কুল ও কলেজ)/২০২১ মোতাবেক নন্দু-নেফরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। এ শুন্যপদে একজন প্রধান শিক্ষক ও সৃষ্টপদে একজন অফিস সহায়ক নিয়োগ করা হবে। (দৈনিক আমাদের সময় এবং দৈনিক চারিদিকে প্রতিদিন পত্রিকায় ২৪/০৬/২০২৪ ইং তারিখে বিজ্ঞপ্তি করা হয়।) আগ্রহী প্রার্থীগনকে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে সভাপতি বরাবরে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রধান শিক্ষক পদে ১,০০০/-ও অফিস সহায়ক পদে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফ্ট (অফেরৎযোগ্য) সহ স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে। সভাপতি নন্দু-নেফরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় উলিপুর, কুড়িগ্রাম।

Download

Copyright 2024 © All Rights Reserved